অভিন্ন দেওয়ানি বিধি চালু হলেও কোনও ধর্মের ধর্মীয় রীতিতেই বাধা দেওয়া হবে না

দেবজিৎ মুখার্জি: “অভিন্ন দেওয়ানি বিধি চালু হলেও কোনও ধর্মের ধর্মীয় রীতিতেই বাধা দেওয়া হবে না” যাবতীয় আশঙ্কা উড়িয়ে আশ্বস্ত করলেন আইন কমিশনের প্রধান ঋতুরাজ অবস্তি।

     

    আইন কমিশনের চেয়ারপার্সন জানালেন, “এত মানুষ নিজেদের মতামত দিয়েছেন অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে, সবটা খতিয়ে দেখতে সময় লাগছে। শুধু ভারত থেকে নয়, বিদেশ থেকেও মানুষের মতামত এসেছে। সবটা আমরা খতিয়ে দেখছি। তবে আমরা একটা বিষয়ে নিশ্চিত, কারও ধর্মে আঘাত করা হবে না।”