কাশিপুর বিজেপি নেতা মৃত্যু: জুয়ায় টাকা খুইয়ে আত্মঘ্যাতি হওয়ার উঠে এসেছে প্রমান

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কাশিপুর বিজেপি নেতা মৃত্যু কাণ্ডে নয়া মোড়। খুলছে রহস্যের জট। দিনদিন আরো স্পষ্ট হচ্ছে এ হত্যা নয়, আত্মহত্যা। এমনই কিছু প্রমাণ উঠে এসেছে সিট তদন্তে ও ফরেনসিক চিত্রগ্রহণে।

    জানা গিয়েছে, একটি বিশেষ অনলাইন জুয়ায় এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন অর্জুন যে লক্ষাধিক টাকা ঋণ অবধি নিয়েছিলেন তিনি এবং সেই কারণেই পরিবারের চলছিল অশান্তি। বন্ধুদের বক্তব্য, গত ৫ মে গেঞ্জির কারখানার কর্মী অর্জুনকে ১১ হাজার ১০০ টাকা বেতন দেন সুপারভাইজার তথা তাঁরই দাদা আনন্দ চৌরাসিয়া। বেতন পাওয়ার পরই উত্তর কলকাতারই একটি জায়গায় গিয়ে অনলাইন জুয়া খেলে বেতনের প্রায় সাড়ে দশ হাজার টাকা খুইয়ে ফেলেন অর্জুন। বাড়িতে আসার পর কোনও টাকা দিতে পারেননি। টিফিনবক্স রেখে ওই গামছাটি নিয়ে বেরিয়ে যান। তবে সেদিন সন্ধ্যায় এই কারণে কথা কাটাকাটি বা গোলমাল হচ্ছিল কি না, সেই তথ্য পুলিশও জানার চেষ্টা হচ্ছে।