|
---|
নতুন গতি ঢাকা ব্যুরো : প্রতি বছরের ন্যায় দীপাবলি উৎসব উপলক্ষে মিজোরাম এবং আসামের ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনরত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা নিজ নিজ দেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে নামানোর পর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাস করা সাধারণ মানুষও উপস্থিত ছিল উল্লেখযোগ্য।