|
---|
দেবজিৎ মুখার্জি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মৃত কাশ্মীরি পন্ডিত রাহুল ভাটের স্ত্রী।
তিনি বলেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের বলির পাঁঠা করছেন। কাশ্মীরি পণ্ডিতদের ওরা রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমি ওঁদের চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কাশ্মীরে এসে নিরাপত্তারক্ষী ছাড়া ঘুরে দেখান। এখানে কাশ্মীরি পণ্ডিতদের নৃশংসভাবে খুন করা হচ্ছে আর গোটা দেশ নীরব। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মুখে এক কথা বলেন, আর কাজে আরেকরকম করেন।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার কাশ্মীরের বদগাওয়ের অফিসে ঢুকে রাহুল ভাট নামের এক কাশ্মীরি পণ্ডিতকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনার পরেই বিক্ষোভের আগুনে জ্বলছে উপত্যকা। এদিন সকালে মৃতদেহ জম্মুর দুর্গানগরের বাড়িতে পৌঁছান মাত্রই শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। পাল্টা কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এই মৃত্যুর পর গোটা কাশ্মীর পণ্ডিত সমাজ এককাট্টা।