সোনার দোকানে ব্যাপক লুটপাট। দেওয়াল ভেঙে সমস্ত কিছু নিয়ে গেল দুষ্কৃতীরা, চাঞ্চল্য এলাকায়

সোনার দোকানে ব্যাপক লুটপাট। দেওয়াল ভেঙে সমস্ত কিছু নিয়ে গেল দুষ্কৃতীরা, চাঞ্চল্য এলাকায়

     

     

    নতুন গতি প্রতিবেদক : ৩ ফেব্রুয়ারী শীতের রাত্রে দেওয়াল ফাটিয়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর কনুয়া এলাকায়। জানা গিয়েছে,হরিশচন্দ্রপুর কনুয়া এলাকার সোনার ব্যবসায়ী নব কুমার সাহার একটি সোনার দোকান রয়েছে। গতকাল গভীর রাত্রে তার দোকানের দশ ইঞ্চির দেওয়াল ফাটিয়ে তার দোকানে ঢুকে দুষ্কৃতীরা। তারপর দীর্ঘ সময় ধরে চলে এই চুরির অপারেশন। দোকানে মজুদ থাকা রুপো চাঁদি ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দোকানের ভিতর ঢুকে দেখে দোকানে সমস্ত সোনা দানা চুরি গেছে। এরপর হরিশ্চন্দ্রপুর থানা খবর দেওয়া হয়, এরকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

     

    এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দা নব কুমার সাহা জানান, “রাতে দোকান বন্ধ বাড়ি যাই। সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের পিছন দিকের দেওয়াল ফাটানো অবস্থায় পড়ে রয়েছে এবং দোকানে মজুদ থাকা সোনা চাঁদির গয়না চুরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এলাকায় রাতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হোক।”

     

    নবকুমার সাহার স্ত্রীর বক্তব্য, “পাশের বাড়ির কাকিমা খবর দিল তারপর ছুটে এসে দেখি দোকান ফাঁকা। সোনা চাঁদি মিলিয়ে লাখ খানেক টাকার জিনিস ছিল। থানায় ফোন করেছিলাম আমরা।”

     

    কিছুদিন আগেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন সিসিটিভি ক্যামেরা খারাপ হওয়ার পর থেকে এলাকায় চুরি ডাকাতি বাড়ছে। বাজারে পুলিসের তরফে কোনও টহলদারি বা নৈশপ্রহরী না থাকায় ক্ষোভপ্রকাশ করেন সকল দোকানদার তথা ব্যবসায়ীরা। তাঁরা পুলিসের কাছে নৈশ টহলদারি বাড়ানোর দাবি জানান। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।