|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: করোনা সংক্রমনের সঙ্গে সঙ্গে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক ও সংক্রমণ । এরই মাঝে বীরভূমে আক্রান্ত তিন জন। এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে হওয়া মিউকরমাইক্রোসিস প্রধানত চোখেই সংক্রমিত হচ্ছে, তাই এরকম অবস্থায় চোখের রোগে অনেকেই আতঙ্কিত এবং লুকিয়ে রাখছেন বলে জানা গেছে। এই পরিস্থিতে সিউড়ির স্বেচ্ছাসেবী সংগঠন উপহার এবং হেল্প ফাউন্ডেশেনের যৌথ উদ্যোগে কুকুডি পল্লীমঙ্গল সমিতি ক্লাবের সহযোগিতায় মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। আতঙ্ক মুক্ত এবং চোখের চিকিৎসা করতে সিউড়ি সংলগ্ন কুকডি গ্রামে মানুষের চক্ষু পরীক্ষার ক্যাম্প করা হয়। উপহার গোষ্ঠীর ‘চলমান চেম্বার’ নিয়ে গ্রামে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। কাম্পে চোখের যাবতীয় রোগের চিকিৎসা, পাওয়ার পরীক্ষা, সুগার টেস্ট, প্রেসার মাপা, শরীরের তাপমাত্রা মাপা, অক্সিজেন মাপা সহ করোনা উপসর্গ থাকলে তাকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
করোনা নিয়মবিধি মেনে বাড়ি বাড়ি থেকে ডেকে দশ জন দশ জন করে মানুষের চক্ষু পরীক্ষা করা হয় বুধবার। মোট 110 জন মানুষের চক্ষু পরীক্ষা সহ প্রেশার সুগার সহ অক্সিজেন পরিমাপ করা হয়। চক্ষু চিকিতসক সৌভিক দে, অর্কদ্ববীপ পাল চিকিৎসা করেন। উপস্হিত ছিলেন সিউড়ি মহিলা থানার আই সি মিতা চক্রবর্তী সহ থানার অন্যান্য আধিকারিকগন।