|
---|
অবশেষে আইপিএস কাণ্ডে আটক এক
নতুন গতি প্রতিবেদক : গত কাল ডোম কলের রমনা বসন্তপুর এডুকেশন সোসাইটির সভাপতি ডক্টর নজরুল ইসলাম প্রাক্তন আইপিএস, তাঁর অফিসে ঢুকে তাকে মারধর ও প্রাণে মারার চেষ্টা করেন বলে ডোম কল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মূল তিন জনের নাম উল্লেখ করেন তিনি, তাদের সঙ্গে আরও বেশ কয়েক জন জড়িত আছে বলেও জানান। তারি ভিত্তিতে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল সেখের কাকা ভাদু কে আটক করে পুলিশ।
মাজেদুল সেখের অভিযোগ, “আমি ওই কলেজে পড়াশুনা করেছি আমি কেনো ঝামেলা করবো? আমি এখানকার জনপ্রতিনিধি সেই জন্য ঝামেলা হচ্ছে শুনে বিষয়টা দেখতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম। আমি প্রশাসনের উপর ভরসা করি সঠিক তদন্ত করবে বলে আমি আশাবাদী।”
আইপিএস আক্রান্ত ঘটনা নিয়ে সকল স্তরের মানুষ দুঃখ প্রকাশ করেছেন, কোন পরিস্থিতি এক জন আইপিএস আক্রান্ত হচ্ছে?
ডোমকল থানার পুলিশ বাকিদের খোঁজের তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর।