|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দৈনন্দিন হারে বৃদ্ধি পাচ্ছিল।অন্য রাজ্যে গিয়ে শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় নানা সময়ে।কখনো খেতে না পাওয়া,টাকা পয়সা জনিত কারণে মালিকের কাছে প্রতারিত, টাকার অভাবে বাড়ি ফিরতে না পারা ইত্যাদির অভিযোগ শোনা যেত পরিযায়ী শ্রমিকদের পরিবার থেকে।সেই সমস্ত সমস্যা সমাধানের প্রথম উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন বাংলা সংস্কৃতি মঞ্চ নামক একটি অরাজনৈতিক সংগঠন।
পরিযায়ী শ্রমিকদের কল্যাণার্থে জেলা শাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় সাধন এমনকি স্মারকলিপি পর্যন্ত প্রদান করা হয়।ঘটনাচক্রে বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলামের কাজকর্ম রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে।সেই সুবাদে তৃনমূল কংগ্রেসের টিকিটে সদ্য রাজ্য সভার সাংসদ নির্বাচিত হন।যার প্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করার আরো একটা প্লাটফর্ম পেয়ে যান।এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের কল্যাণার্থে নতুনভাবে পশ্চিম বঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদ গঠন করেন।সেখানেও পরিযায়ী শ্রমিকদের নিয়ে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক সামিরুল ইসলামকে উক্ত দপ্তরের দায়িত্বভার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি রাজ্য সরকার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প- ২০২৩ চালু করেন।
বাইরের রাজ্য বা দেশে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে যারা নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের আশ্রয়স্থল হয়ে পাশে দাঁড়িয়েছেন রাজ্য সরকার।সেই হিসেবে বাইরের রাজ্যে কাজে গিয়ে মারা গেছে এরূপ পরিবারগুলো চিহ্নিত করে এবং দুয়ারে সরকার শিবিরে সেই সমস্ত পরিবারের উত্তরাধিকারিদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তার পরিমাণ দু লক্ষ পঁচিশ হাজার টাকা।উক্ত টাকার চেক গুলো আজ শুক্রবার দুয়ারে সরকার অনুষ্ঠান থেকে তুলে দেন। সেরূপ মুরারই ১নং ব্লকের ‘সদ্ভাব’ প্রাঙ্গনে “দুয়ারে সরকার” ক্যাম্পে অসহায় পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে পশ্চিম বঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম,
জেলা শাসক বিধান রায়,জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়,মুরারই ১নং ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
অন্যদিকে রামপুরহাট ২নং ব্লকের ছোটো কার্তিক ছুংড়ি জুনিয়র হাই মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত”দুয়ারে সরকার” ক্যাম্পে অসহায় পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম,জেলা শাসক বিধান রায়,বিধায়ক অশোক চ্যাটার্জি,জেল সভাধিপতি কাজল সেখ,রামপুরহাট ২নং ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উল্লেখ্য এদিন জেলার মুরারই ১নং ও ২ নং ব্লক, রামপুরহাট ২নং ব্লক এবং নানুর ব্লক এলাকা মিলিয়ে মোট সাতজন মৃত পরিযায়ী শ্রমিক হিসেবে চিহ্নিত পরিবারের আত্মীয়দের হাতে চেক প্রদান করা হয় বলে জানা যায়।