|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: আগুন লাগল হলদিয়া পেট্রোকেমিক্যালে। মঙ্গলবার ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপলাইনে আগুন লাগে। সূত্রের খবর, রক্ষণাবেক্ষণের কাজের সময় আগুন লেগে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের সাতটি ইঞ্জিন।
এক কর্মী জানিয়েছেন, ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে গিয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। অতি দাহ্য ন্যাপথা ট্যাঙ্কার জল দিয়ে আগুন নেভানো সম্ভব নয়। ব্যবহার করা হচ্ছে গ্যাস। আশেপাশের দোকানগুলি খালি করছে প্রশাসন। মাইকিং করে শ্রমিকদের বেরিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। একাংশের মতে, রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্যই পাইপে ন্যাপথা বেশি পরিমাণে ছিল না। তার জেরে আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।