হরিশ্চন্দ্রপুরে বিদ্যুতের শর্ট সার্কিটে পুড়লো বিধবা মহিলার ঘর হরিশ্চন্দ্রপুর,মহ: নাজিম আক্তার,৩১ ডিসেম্বর:শর্ট সার্কিটের

 

    হরিশ্চন্দ্রপুর,মহ: নাজিম আক্তার,৩১ ডিসেম্বর:শর্ট সার্কিটের ফলে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল এক বিধবা মহিলার ঘর।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর জিপির বজনাথপুর গ্রামের মনতেসা বেওয়ার বাড়িতে। পরিবার সূত্রে খবর,সোমবার মধ্যরাতে হঠাৎ করেই মনতেসার শোয়ার ঘরের বিদ্যুতের মিটারে আগুন লাগে।আগুন লাগার সময় সে ঘরে শুয়ে ছিল বলে জানা যায়।তবে ঘরে মজুত শস্য,বস্ত্র থেকে শুরু করে পরিবারের সকল দরকারি নথিপত্র,নগদ কিছু অর্থ,সোনা ও রুপোর অলঙ্কার সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।ওই পরিবারটির দাবি,দরকারি কাগজ ছাড়াও সব কিছু মিলে আনুমানিক দুই লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে।আগুন লাগার পর দ্রুত হরিশ্চন্দ্রপুর দমকলকে ফোন করা হয়।কিন্তু দমকল পৌঁছানোর আগেই স্থানীয়রা ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।পরে হরিশ্চন্দ্রপুর দমকলবাহিনীর একটি ইঞ্জিন ঘটনা স্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।পরিবারটি যাতে তাদের সমস্ত নথিপত্র পুনরায় ফিরে পায় তার জন্য প্রশাসন এবং পুলিশের সহযোগিতা চেয়েছেন।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

    মনতেসা বেওয়া জানান, তার একটা মাত্র মাথা গোজার ঘর ছিল সেটাও আজ পুড়ে ছাই হয়ে গেল। এখন পরিবার নিয়ে খোলা আকাশ নিচে জীবন যাপন করতে হবে। পরনে কাপড় টুকু ছাড়া ঘরের মধ্যে যা ছিল চেয়ার-টেবিল খাওয়ার প্লেট সহ সবই পুড়ে ছাই।

    খবর পেয়ে মঙ্গলবার ছুটে যান হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা তজমুল হোসেন। এদিন ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে রান্নার বাসন পত্র, চাল ডাল, কাপড় ও পলিথিন দিয়ে সাহায্য করেন। সরকারি সবরকম সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।