|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সিকিমের লাচুং এ আজ সকালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় এক ড্রাইভার এবং একজন গাইড সহ মোট পাচজনের মৃত্যু হয়েছে।
আজ সকালে সিকিমের লাচুং শহর থেকে যাবার সময় গাড়িটি নদীতে পড়ে যায়,গাড়িটিতে মোট পর্যটক ছিলেন মোট দশজন।এর মধ্যে ড্রাইভার সহ মোট পাচজনই ঘটনাস্থলে মারা যান।বাকিদের স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।জানা গেছে ওই বাসটি সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসছিল।ওই গাড়িটির মধ্যে থাকা যাত্রীদের তিনজন থাকেন কলকাতায়।বাকিদের পরিচয় এখনো জানা যায় নি।গাড়িটির মধ্যে থাকা বাকিরা যারা আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।গাড়িটি পড়ে যাবার সাথে সাথেই উদ্বারকর্মীরা এসে যাওয়ায় আহতদের উদ্বার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।