টিকিট না পাওয়ায় জয়নগর বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গৌর সরকারের ক্ষোভ

টিকিট না পাওয়ায় জয়নগর বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গৌর সরকারের ক্ষোভ

    সাকিব হাসান, জয়নগর:  তৃণমূল কংগ্রেস কর্মীদের সাধারণমানুষ প্রত্যেকে বিশ্বনাথ দাসের অ্যাক্টিভিটি যা ঘটনা পাঁচ বছরে ঘটেছে খুন জখম তোলাবাজি টাকা লুট এই সমস্ত সম্পর্কে আমাদের নেত্রীর কাছে পৌঁছে দিয়েছিলাম।এর আগে আমফানের টাকা চুরির ব্যাপারে যাদের পাওয়ার কথা ছিল তারা পায়নি গরিব মানুষের স্বার্থে আমরা সেইসব নাম নথিভুক্ত করে জেলা এবং রাজ্য পাঠিয়েছিলাম এবং ৩ তারিখে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর উপস্থিতিতে আমাকে এবং খান জিয়াউল হক কে দেখে সার্বিক পরিস্থিতির পক্ষে আজকে প্রার্থী দিলে পার্থীর পজিশন কি হতে পারে এবং কী ধরনের প্রার্থী আমরা চাই খোলামনে আলোচনা করেছে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি বিশ্বনাথ দাস কে পুনরায় পার্থী করলে আমরা সম্পূর্ণ এবং সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ সম্পূর্ণ বিরোধিতা করবে।

    অর্থাৎ যে তার জায়গা নেই অভিষেক বাবু আমায় নিজে ব্যক্তিগতভাবে বলেছে তাহলে আপনারা প্রার্থী যাকে দেবো মেনে নেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুর্নীতিগ্রস্ত টাকা লুণ্ঠনকারী বিশ্বনাথ দাস এবং তার শালা তুহিন বিশ্বাস এরা দলটাকে শেষ করে ফেলেছে। এরা নাকি দলের সম্পদ এবং মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করেছে আমরা তাকে ধিক্কার জানাই,প্রতিবাদ জানাই, এবং বিশ্বনাথ দাসের বিরুদ্ধে আমরা জনমত গঠন করে প্রত্যক্ষভাবে আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে আমরা তার বিরুদ্ধে লড়াই করে আমরা তাকে হারিয়ে বিধানসভায় খালি ব্যাগ নিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে তার চক্রান্তের উপহার হিসেবে পৌঁছে দিতে চাই।