নিজামস্ ক্লিনিকের উদ্যোগে পার্ক স্ট্রীট থানায় অনুষ্ঠিত হল ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প

কলকাতা: নিত্যনৈমিত্তিক ব্যস্ততা এবং হাজারো মানুষের সমস্যা ও সামাজিক নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় প্রশাসনিক কর্মীদের। ঘর পরিবার খাওয়া-দাওয়া নিজের খেয়াল রাখবার ফুরসত থাকেনা 365 দিন 24 ঘন্টা প্রস্তুত থাকতে হয় যেকোনো রকম পরিস্থিতির জন্য।

    এরইমধ্যে কেটে গেছে দুটো বছর মহামারীর যে মহামারী কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ, যা থেকে রক্ষা পায়নি বহু পুলিশ প্রশাসন কর্মীরা ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

    পরেও দিবারাত্রি এক করে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন কর্তব্যরত প্রশাসনিক অধিকারীরা।তারা আছেন বলেই আমরা নিশ্চিন্তে রাত্রে সুখ নিদ্রায় যেতে পারি,যেকোন বিপদে আপদে তারাই সবার আগে এসে আমাদের পাশে দাঁড়ান।

    রাজ্য সরকার তাদেরকে কোভিদ যোদ্ধা স্বীকৃতি দিয়েছে, মহামারী ঝড়ঝঞ্জা প্রাকৃতিক দুর্যোগ যেকোনো পরিস্থিতিতে তারা তাদের দায়িত্বে অবিচল।‌

    এই সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সম্মানিত করার জন্য এবং তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ হেলথ চেকআপ ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে হাই এলার্ট সিকিউরিটি সার্ভিসের কর্নধার নূর হুদা ও নিজাম ক্লিনিকস্, যার কর্ণধার ডাক্তার আসিফ নিজাম স্বয়ং।

    সারাদিন ব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয় পার্কস্ট্রিট পুলিশ স্টেশনে এবং সেখান কর্তব্যরত সমস্ত পুলিশকর্মীদের বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা সহ ডাক্তারি পরামর্শ এবং বিভিন্ন ধরনের টেস্ট বিনামূল্যে করানো হয়,যা অত্যন্ত মহৎ উদ্যোগ বলে মনে করছেন পার্কস্ট্রিট পুলিশ স্টেশনের অ্যাডিশনাল ওসি মাননীয় অমিত কুমার চ্যাটার্জী ও কর্তব্যরত আধিকারিকরা।

    এবং ডাক্তার আসিফ নিজাম জানান আগামীতে নিজাম ক্লিনিক এর তরফ থেকে শহর কলকাতা জুড়ে এবং রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কেন্দ্রগুলিতে এ ধরনের হেলথ চেকআপ ক্যাম্প চালিয়ে যাবেন সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ।