সকাল থেকেই বার্ড ফ্রু এর আতঙ্কে মুরগির ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা :আবার মুরগির রোগ।আবার সমস্যা নিয়ে জড়িয়ে পড়লেন মুরগির ব্যাবসায়ীরা। আজ সকাল থেকেই বার্ড ফ্রু এর আতঙ্ক ছড়িয়ে পড়ে মুরগির ব্যাবসায়ীদের মধ্যে। হঠাৎ করে এই আতঙ্ক ছড়িয়ে পড়ায় ব্যাবসায়ীরা আতঙ্কিত। কমেছে মুরগির বিক্রি। মুরগির মাংশ বিক্রি অনেকর্টাই কমে যাওয়ায় চিন্তা এবং আতঙ্ক ছড়িয়ে গেছে ব্যাবসায়ীদের মনেও। শিলিগুড়ির কয়েকটি বাজারে মুরগির মাংসের বিক্রি কমে গেছে অনেকটাই। দাম কমেছে মাংশের। শিলিগুড়ির প্রধান তিনটি বাজারে মাংশের দাম কমেছে অনেকটাই। দাম কমে যাওয়ায় বিক্রি বেড়েছে। তবে ব্যাবসায়ীরা জানিয়েছেন মানুষ এখনো অতটা জানেন না সেই কারনে প্রভাব কমে নি এখনো। এই গুজব এখনো সত্যি নয়। জানিয়েছেন এক ব্যাবসায়ী। তবে আমরা অতটা চিন্তায় নেই। আশা করছি এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। আমরাও অপেক্ষায় আছি বলে দিলেন তারা। মানুষ মুরগির মাংশ খেতে ভালোবাসেন তাই এই গুজব কোন প্রভাব ফেলবে না বলে জানালেন তারা।