|
---|
দেবজিৎ মুখার্জি, নদীয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় রাজ্যপাল। মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণনগর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। জানা গিয়েছে, প্রথমে রাজ্যপাল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নেন। তারপরই ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে-কে সেখানকার অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন। এই নিয়োগ জন্ম দিয়েছে নতুন বিতর্কের।