|
---|
জাহির হোসেন, কলকাতা: লক ডাউনে সবকিছু স্তব্ধ হয়ে গেলেও মানুষের মানবিকতার স্পন্দন বোধ হয় এখনো স্তব্ধ হয়ে যায়নি। ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্ণধার মুফতি গোলাম হাবিবের নেতৃত্বে দেখা গেল এমনই এক মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
ফুরফুরা পঞ্চায়েতের অন্তর্গত ভীমপুর (মিস্ত্রীপাড়া) নিবাসী সওকাতারা বেগম(৬৫) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে দুবোতল রক্তের। কিন্তু লক ডাউন এর জন্য তার আত্মীয় স্বজন রক্ত জোগাড় করতে পারছিলেন না এবং গাড়ির ব্যবস্থা করে হসপিটালে যেতে পারছিল না। এমন অবস্থায়
উক্ত ট্রাস্টের কর্ণধার মুফতি গোলাম হাবিব এর প্রচেষ্টায় তার পরিবার যোগাযোগ করেন শ্রীরামপুর ওয়াল শ্ হসপিটালে। এবং হাবিব সাহেবের প্রচেষ্টার মাধ্যমে ওই রোগীকে রক্ত দেবার যথাযথ ব্যবস্থা করা হয়। এমনকি রোগীকে বাড়ি থেকে হসপিটালে নিয়ে যাওয়া ও নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেন হাবিব সাহেব। বিপদের দিনে পাশে পেয়ে উক্ত রোগী পরিবারটি সংগঠনটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, এই লকডাউন এর মধ্যে ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন রকম সেবামূলক কাজ যেমন দুস্থদের খাদ্য বিতরণ এবং লকডাউন এর পূর্বে দীর্ঘদিন ধরে প্রচারের আলোর অন্তরালে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে চলেছে নিরলস ভাবে। হাবিব সাহেব বলেন – ‘মানুষ হয়ে জন্মে বিপদে মানুষের পাশে দাঁড়াতে পেরেই আমি খুশি, আগামী দিনে আমি এমন কাজ আরো করতে চাই।’