|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : আজ সমগ্র দেশের সঙ্গে একই যোগে এই রাজ্যেও পালিত হচ্ছে শিক্ষক দিবস প্রয়াত দার্শনিক, শিক্ষক ও রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে।এই উপলক্ষ্যে নদীয়া, শিব হাটি, ঘাটেস্বর নদীয়া মডেল মিশণারী স্কুলে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ,সম্পাদক তথা প্রাণ পুরুষ মোবারক হোসেন মন্দল, সভাপতি রাকিবুল হোসেন,সহ সভাপতি বসিরুদ্দিন শেখ। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সাহিত্যিক আনসার উদ্দিন , টিচার ইনচার্জ সেখ মনিরুজ্জামান মনি সহ এলাকার বিশিষ্ঠ সমাজসেবী, শিক্ষক ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে মিশনের শিক্ষার্থীরা শ্রদ্ধা অবনত চিত্তে বরণ করে নেয় তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের শিক্ষক শাকিল মন্ডলের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নাটক, নাচ, গান, মুখাভিনয় ও তাৎ ক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতায়।