রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা : ৫ই সেপ্টেম্বর,রওশন আলি মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মহাসমারোহে শিক্ষক দিবসের এই বিশেষ দিনটি উদযাপন করে। মাদ্রাসার আরবির শিক্ষক সিরাজুল ইসলাম এই দিনটির বিশেষ তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মুসকান মল্লিক , রোশনী হাঁসদা শিক্ষক মহাশয়দের অবদানের কথা তুলে ধরে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা রবীন্দ্র নৃত্য, আদিবাসী নৃত্য, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সোমনাথ পাকিরা ও ঐন্দ্রিলা পাল।