|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগর থানার অন্তর্গত গাংমুড়ি গ্রাম সংলগ্ন খেজুরঝুড়ি কান্দর এর কাছে মাঠ থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। আজ ওই মানুষের মাথার খুলির পাশে মাথার চুল, কাপড়-চোপড়, চটিও পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি রাজনগর থানায় জানানো হলে রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত সহ রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে হাজির হন রাজনগরের বিডিও শুভদীপ পালিত।
প্রসঙ্গত উল্লেখ্য গত ৭ই ডিসেম্বর বীরভূমের খয়রাশোল এর লোকপুর গ্রামের এক গৃহবধূ নিখোঁজ হন। তারপর আর ওই গৃহবধূর কোন খোঁজ মেলেনি বলে তার পরিবার সূত্রে জানা গেছে। আজ ওই গৃহবধূর স্বামী রাজনগর থানায় উপস্থিত হন এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কাপড়-চোপড় শনাক্ত করে জানান এগুলি তার স্ত্রীর। ওই গৃহবধূর স্বামী অনুমান করেন মাঠের মধ্যে পড়ে থাকা মানুষের মাথার খুলি তার স্ত্রীর হতে পারে। তার স্ত্রীকে কেউ খুন করেছে বলে তার অনুমান। এ বিষয়ে বীরভূম পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান আজ রাজনগরের একটি স্থান থেকে মাথার খুলি ও কাপড়-চোপড় উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।