|
---|
নিজস্ব সংবাদদাতা, মন্দিরবাজার: বিজেপি থেকে বহিস্কারের পর বিস্ফোরক অভিযোগ তুলল মন্দিরবাজারের গাববেড়িয়ার পঞ্চায়েত প্রধাণ। মূলত দূর্ণিতী ও দলবিরোধী কাজ কর্মের অভিযোগে সেপ্টেম্বরের ৩ তারিখ বিজেপির পক্ষ থেকে দল থেকে বহিষ্কার করা হয় গাববেড়িয়া পঞ্চায়েত প্রধান রূপা পুরকাইতকে। তার ঠিক এক সপ্তাহ পর এ নিয়ে মুখ খুললেন গাববেড়িয়ার পঞ্চায়েত প্রধান। এবং এই বহিস্কারের গাববেড়িয়া হাইস্কুলের এক শিক্ষককে তিনি এক হাত নেন। এবং তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি, তিনি জানান পঞ্চায়েত প্রধান থাকা অবস্থায় তার সব কাজে উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপ করতেন তিনি। এর প্রতিবাদ করায় তাকে বলা হয় দলবিরোধী কাজ করছেন তিনি এবং তাকে দল থেকে বহিষ্কার ও করা হয়। এই ঘটনায় তিনি খুব মর্মাহত বলে জানান তিনি।