পরিবারের সদস্যদের সামনে তিন মহিলাকে গণধর্ষণ!

নিজস্ব সংবাদদাতা : পরিবারের সদস্যদের সামনে তিন মহিলাকে গণধর্ষণ! চার অজ্ঞাতপরিচয় যুবক বাড়িতে ঢুকে ওই তিন মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপত এলাকায়। অভিযোগ, গয়না ও টাকাও লুট করা হয়েছে।

     

    পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্র নিয়ে আচমকা বাড়ির ভিতর ঢুকে পড়ে অভিযুক্তরা। তারপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দেয়। পরিবারের সদস্যদের সামনেই তারপর ওই তিন মহিলাকে ধর্ষণ করে অভিযুক্তরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই দিন রাতে আরও একটি হামলার ঘটনাও ঘটেছে। যেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছে, সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক মহিলাকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার স্বামীকে বেঁধে রাখে দুষ্কৃতীরা। তারপর ওই মহিলার উপর হামলা চালায়। তাঁকে খুন করে। তারপর নগদ এবং গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

     

    প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে, দুই ঘটনায় অভিযুক্তরা একই। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। স্বাভাবিক এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। হরিয়ানা কি অপরাধ ও নৈরাজ্যের স্বর্গরাজ্য হয়ে উঠেছে? উঠছে সেই প্রশ্নও।