|
---|
নিজস্ব সংবাদদাতা :পেশায় আইনজীবী।তাঁকেই গুলি করে খুন।আইনজীবীর অফিসে ঢুকে তাঁকে খুন করা হয়। স্থানীয় সূত্রের খবর, দুই সশস্ত্র দুষ্কৃতী এসে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ওই আইনজীবীর অফিসে ঢুকে পড়ে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ওই আইনজীবীর নাম মনু চৌধুরী। জেলা আদালত কমপ্লেক্সের ভেতর তাঁর অফিস। জানা যায়, তিনি খাবার খাচ্ছিলেন। সেই সময়েই ঘটে এই ঘটনা। আচমকা তাঁর অফিসে ঢুকে তাঁকে গুলি করে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনা খতিয়ে দেখতে আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিহানি গেট থানায় একটি মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে।