|
---|
খান আরশাদ, রাজনগর – বীরভূমের রাজনগর থানার অন্তর্গত ভুরাবালি গ্রামে বাড়ির মধ্য থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করল রাজনগর থানার পুলিশ। মৃতার নাম রেখা রোয়ানি।
মৃতার বাবা অশোক রোয়ানী জানান তার মেয়ের সাথে গ্রামের এক ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । সেই সম্পর্ক মেনে নিতে চাননি ছেলের বাড়ির লোকজন। এ ব্যাপারে মেয়েকে হুমকিও দেয় ছেলের বাড়ির লোকেরা এবং এরই পরিপ্রেক্ষিতে নিজের বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ অশোক রোয়ানির। বিষয়টি রাজনগর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রাজনগর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতাল পাঠায়।