পূজা মন্ডপে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতার বার্তা

বাবলু হাসান লস্কর কুলতলী  : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া কুলতলীর ট্যাংরাবিচি তিন পল্লী সাথী সংঘের এ বছরে- তাদের থিম বিশ্ব উস্মায়ন কে প্রশমিত করার লক্ষ্যে ম্যানগ্ৰোভ লাগানোর পরামর্শ। সমূহ মণ্ডপটি বিশাল আকারের ম্যানগ্রোভ এর মধ্যে একাধিক প্রতিমা সহ দর্শনার্থীদের দেখার জায়গা। কুলতলীর বিস্তীর্ণ এলাকা নদী নালা খাল বিল জল জঙ্গলে ভরা। প্রতিনিয়ত যেভাবে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে অচিরে ম্যানগ্রোভ দেখা মেলা ভার হবে- এই সমস্ত এলাকায়। পরিবেশ প্রেমীদের কথায় যেভাবে ধ্বংস করা হচ্ছে ম্যানগ্রোভ। তৈরি হচ্ছে নতুন মাছের ভেড়ি তার সাথে জনবসতিপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। এমনই চলতে থাকলে অচিরে বিলীন হয়ে যাবে অনিন্দ্য সুন্দর বন্য জীবজন্তুর দেখতে পাওয়া। তাদের বসস্থান উপর যেখানে থাবা বসাচ্ছে লক্ষ লক্ষ মানুষজন। নদী তীরবর্তী এলাকাগুলিতে তারা বসতি স্থাপন করছে জীবন জীবিকার স্বার্থে। কুলতলির কয়েক বছর আগে ময়রার চক এলাকায় বিশাল ম্যানগ্রোভ অরণ্য সেখানে আজ দেখা মিলছে জলরাশিতে পরিপূর্ণ ।দেখা মেলে মাছের ভেড়ি। এই মুহূর্তে ক্লাব সংগঠনের চিন্তাভাবনা পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আগামী প্রজন্মের জন্য সুস্থ সবল ও সতেজ রাখা। মুক্ত অক্সিজেন প্রদানের লক্ষ্য নিয়ে এমনই তাদের ভাবনাচিন্তা ।এলাকার মানুষ জন এমনই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে।