|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- প্রতিবছরের নেয় এই বছর ও বই এর ডালি নিয়ে সেজে উঠেছে জাগো বাংলার স্টল। ডায়মন্ড হারবার বিধান সভার অবজারভার সামিম আহমেদের ব্যাবস্থাপনায় ডায়মন্ডহারবার এম বাজারের সামনে ও সরিষা আশ্রম মোড়ের সামনে জাগো বাংলা বুক স্টল থেকে বই কেনার ভিড়। জাগো বাংলার স্টলের পাশাপাশি জলছত্রের ব্যাবস্থাও করা হয় জন সাধারণ মানুষের জন্য। জাগো বাংলা বুক স্টল ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন ডা:হা: বিধায়ক পান্নালাল হালদার, ডা:হা: বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ মোল্লা,ডা: হা: যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনী বিশ্বাস, ডা:হা: ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন,শিক্ষক নেতা মইদুল ইসলাম,ডা:হা: ২ ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,বিমলেন্দু বৈদ্য,মইদুল ইসলাম,অভিষেক সহ অন্যান্য নেতৃত্ব প্রমুখ। এদিন পথ চলতি মানুষদের যাতে সমস্যায় পড়তে না হয়, তারজন্য সকলকে সচেতনতা মুলক বার্তা দেওয়ার ব্যাবস্থা করা হয় মাইকিং এর মাধ্যমে। এই পরিপেক্ষিতে সামিম আহমেদ জানান মানুষ সারা রাত জেগে প্রতিমা দর্শন করবেন। তেষ্টার ক্লান্তি আনতে এই জল ছত্রের ব্যবস্থা করা হয়। এছাড়া বাচ্চা ছেলে মেয়েদের হারিয়ে না যায় তারজন্য মাইকিং এর মাধ্যমে বাচ্চাদের জামার পকেটে একটা ঠিকানা লেখা রাখতে বলা হচ্ছে। যাতে প্রশাসনের সাহায্য নিয়ে দ্রুত পৌচ্ছে দেওয়া যেতে পারে। বিধায়ক পান্নালাল হালদার বলেন সারা বছর বিভিন্ন রাজনৈতিক কাজ কর্মের দ্বারা মানুষের পাশে থাকাই তৃণমূল কর্মিদের কর্তব্য। তাই পুজা কটাদিন রাজনৈতিক রং বাদ দিয়ে মানুষের সেবায় নিয়জিত হতে পেরে গর্বিত অনুভব করছেন। তৃণমূলের পক্ষ থেকে এমন সুন্দর ব্যবস্থা আয়োজনের জন্য পথ চলতি মানুষ সাধুবাদ জানান।