|
---|
আজিজুর রহমান,গলসি : ওরালপুল তৈরীর দাবীতে গলসির গলিগ্রামে ২ নং জাতীয় সড়কের গুসকরা মোড় অবরোধ করলো গ্রামবাসীরা। পাশাপাশি মোড় সংলগ্ন এলাকার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দেয় তারা। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি মোকাবিলা করে। ঘটনার জেরে জাতীয় সড়কের দুইমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উপরে আটকে পরে শতশত যানবহন। পনেরো কুড়ি মিনিট পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। গ্রামবাসীদের দাবী, বিপদজনক ওই মোড়টিতে ওড়ালপুল তৈরী নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। সেই নিয়ে তারা প্রশাসনের বিভিন্ন দপ্তর ছাড়াও জাতীয় সড়ক কতৃপক্ষকে লিখিত ভাবে জানাই। তাদের দাবীর, পরিপেক্ষিতে কোন ব্যবস্থা না নেওয়ায় এদিন বেলা দশটা নাগাদ মোড় সংলগ্ন আশে পাশের তিন চারটি গ্রামের মানুষ ২ নং জাতীয় সড়কের গুসকরা মোড়ের নিকট জড়ো হন। এরপরই আচমকা জাতীয় সড়কে নেমে পরেন। তাদের দাবী না মানলে পুনরায় বৃহত্তর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন গ্রামবাসীরা।তারা জানাই, সব জায়গায় কাজ শুরু হয়েছে তবে তাদের ওই মোড়টিতে এখনও কাজ শুরু করেননি বরাত প্রাপ্ত ঠিকা সংস্থা। তাদের গুসকরা মোড়টি বর্তমানে চার লেনতেই মারন ফাঁদ হয়ে গেছে। ছয় লেন হলে হলে কি হবে সেই চিন্তায় ঘুম উড়েছে সকলের। তাছাড়া গুসকরা মোড়টিতে রাস্তা পারাপার করতে গিয়ে লড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বহু মানুষ। গ্রামবাসীদের থেকে আরও জানা গেছে, মোড় পেরিয়ে আশপাশের আটদশটি গ্রামের দু তিনশো স্কুল পড়ুয়া নিত্য স্কুল কলেজে যাতায়াত করে। এদিকে তিন চারটি গ্রামের চাষি ওই মোড় দিয়ে জাতীয় সড়ক পেরিয়ে মাঠে চাষ করতে যান। অনবরত গাড়ি চলায় গোরু ছাগল ও লাঙল নিয়ে নিয়ে জাতীয় সড়ক পারাপার করতে সমস্যায় পরেন তারা। গলিগ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ নিত্যদিন ওই মোড় পেরিয়ে বাজারে যান। লড়িতে কাটা যাবার ভয়ে রাস্তা পারাপার করতে চান না বহু মানুষ। তাদের দাবী ওই জায়গায় ওড়ালপুল না হলে আজীবন সমস্যায় পরবেন বহু মানুষ। ওই স্থানে ওড়ালপুল তৈরী না হলে তারা গালাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুসিয়ারি দিয়েছেন।