|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ২ ব্লকের বাহিরঘন্যা গ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের অষ্টমদফা রক্তদান শিবির করা হল। এবারে ওই শিবির পরিচালনা করেন কুরকুবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। যেখানে কমবেশি সত্তর জন তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে সংগৃহীত রক্ত একটি বেসরকারী ব্লাড ব্যাংক এর হাতে তুলে দেওয়া। জানাগেছে, ভোট পর্ব মেটার পরই মানুষের নীতিবোধ জাগিয়ে তুলতেই এমন উদ্দ্যোগ নিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল। তার আহব্বানে সারা দিয়েছেন, এলাকার নয়টি অঞ্চলই। কর্মীদের উৎসাহিত করতে এদিনের শিবিরে হাজির হন তিনি। তাছাড়াও উপস্থিত ছিলেন, গলসি ২ ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল, তৃণমূল নেতা গুলমহম্মদ মোল্লা, পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, সহসভাপতি হেমন্ত পাল সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। হেমন্ত পাল বলেন, এলাকার মানুষের প্রয়োজনে মাসিক কমবেশি ১৫ – ২০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। যেটিতে আমাদের ব্লক সভাপতি সুজন মন্ডল ও গুলমহম্মদ মোল্লা খুব সহযোগিতা করেন। তাছাড়াও জেলার ব্লাড ব্যাংক গুলি সচ্ছল রাখতে রক্তদানের প্রয়োজন আছে। তাই আমরা ব্লক সভাপতির কথামতো নয়টি অঞ্চলে রক্তদান শিবির করছি। যাতে দলমত নির্বিশেষে মানুষের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াতে পারি। তার দাবী, রাজনীতি মানেই মানুষের পাশে থেকে পরিসেবা দেওয়া। এছাড়াও তিনি জানান, আগামীতে ব্লক সভাপতির উদ্দ্যোগ ও নয়টি অঞ্চলের সহযোগিতায় গলসিতে একটি বড় রক্তদান শিবির করা হবে।