|
---|
লুতুব আলি, নতুন গতি : অমর কথা সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ। গোয়েন্দা সাহিত্যে অপ্রতিদ্বন্দ্বী লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাঙালি পাঠকের কাছে আজও সমানভাবে সমাদৃত। পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের পক্ষ থেকে এ দিনটি মর্যাদার সঙ্গে স্মরণ করা হল। সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বিশিষ্ট জনেদের হাতে তুলে দেন। উল্লেখ্য দিদি নং 1 প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মেচেদার ভূমিকন্যা সীমা বেরা। প্রসঙ্গত উল্লেখ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ১৮৯৯ সালের ৩০ মার্চ উত্তর প্রদেশের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বাঙালি পাঠককে আজও আনন্দ দেয়। ভুতুড়ে কাহিনী, ঐতিহাসিক রচনা ছাড়াও চিত্রনাট্যকার হিসেবে হিন্দিভাষী দের কাছেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। বোম্বে কটিজে সাতটি হিন্দি চিত্রনাট্য লিখেছিলেন। চিত্রনাট্য গুলি হল ; ভাবী, বচন, দুর্গা, কঙ্কন, নব জীবন, আজাদ, পুনর্মিলন। দিদি নং ১ চ্যাম্পিয়ন সীমা বেরা এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেন, বাংলা ও হিন্দি সাহিত্যে বহুমুখী প্রতিভাধর অমর কথা শিল্পী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে আমাকে যে পুস্তকখানি উপহার হিসেবে তুলে দিলেন আমি তাতে চন্দ্রনাথ বসুর কাছে কৃতজ্ঞ। এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তুলে দেওয়া হয় তারা হলেন বাংলাদেশ থেকে আগত মোঃ আব্দুল খালেক, মধুমিতা ধূত