|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে পথ দুর্ঘটনায় কবলে পরলো একটি যাত্রীবাহী বাস। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসের সকল যাত্রীরা। আহতদের জখম গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ট্রাক্টরের চালকের থেকে জানা গেছে, এদিন বৈকাল আনুমানিক পাঁচটা নাগাদ তিনি পারাজ গ্রাম থেকে ট্রাক্টরে ধান বোঝাই করে মানিক বাজার কাটিং ঘুরে গলসির দিকে যাচ্ছিলেন। ওই সময় পারাজ মোড়ের একটু দুরে দুর্গাপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার পিছনে আচমকা ধাক্কা মারে। ঘটনার জেরে ২ নং জাতীয় সড়কের উপরে ধানের বস্তা নিয়েই পাল্টি খায় ট্রাক্টরটি। রাস্তায় ধানের বস্তা ছিটকে পড়ার জন্য কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় ২ নং জাতীয় সড়ক। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। তারাই আহতদের চিকিৎসার জন্য স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পাশাপাশি খনিকের মধ্যে জাতীয় সড়ক থেকে ধানের বস্তা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। জানা গেছে, ঘটনায় বাসের এক যাত্রী ও ট্রাক্টরের এক আরোহী আংশিক আহত হয়েছেন। তবে তাদের জখম গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহতদের। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।