দেগঙ্গা-২ ব্লকের দেগঙ্গা-১ পঞ্চায়েতের অন্তর্গত কার্তিকপুর হাইস্কুল মাঠে দুয়ারে সরকার কর্মসূচি

নতুন গতি, দেগঙ্গা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের সর্বত্র দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্প স্বত:স্ফূর্ত ভাবে পরিচালিত হচ্ছে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায়।
শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা-২ ব্লকের দেগঙ্গা-১ পঞ্চায়েতের অন্তর্গত কার্তিকপুর হাইস্কুল মাঠে দুয়ারে সরকার অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলাম, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, স্থানীয় প্রধান মোছলেমা বিবি, বিশিষ্ট সমাজসেবী শ্রী অরুপ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল অদুদ মিন্টু, প্রাক্তন প্রধান আব্দুর রউফ, রবিউল ইসলাম, মনা দাস সহ অন্যান্যরা।
রাজ্য সরকারের জনহিতকর কর্মকান্ড কে সাধুবাদ জানান বিধায়ক নূরুল ইসলাম। তিনি আরও বলেন সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে তা নজিরবিহীন। কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন শীত-গ্ৰীষ্ম-বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। তিনি আরো বলেন বাঙালিরা শান্তি সম্প্রীতি উন্নয়ন চায় যা পুরণে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার।