|
---|
নিজস্ব সংবাদদাতা : ফের এক ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য। সোমবার বিকেলে নিজের ঘরের ভিতর থেকেই উদ্ধার হল স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, পূর্ব কলকাতার বেলেঘাটা মেন রোডে ঘটেছে এই ঘটনাটি।
এখানেই একটি চারতলা আবাসনে তিনতলার ফ্ল্যাটে থাকত সে। একটি নামী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল ওই কিশোরী। সোমবার দুপুরের পর সে ঘরের দরজা বন্ধ করে দেয়। বিকেল তিনটের পর মেয়েকে ডাকতে থাকেন মা ও বাবা। কিন্তু বার বার দরজায় ধাক্কা দিয়েও ওই কিশোরীর কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজার লক ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলছে ওই ছাত্রী। খবর পেয়ে বেলেঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিশোরীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের মতে, আত্মহত্যাই করেছে ওই ছাত্রী।পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে, পড়াশোনায় ভালোই ছিল ওই ছাত্রী। কিন্তু খুবই রগচটা ছিল সে। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, প্রায়ই ওই ছাত্রীর সঙ্গে মা ও বাবার কথা কাটাকাটি হত। ছাত্রীও চিৎকার চেঁচামেচি করত। এদিন দুপুরেও অভিভাবকদের সঙ্গে গোলমাল হয় ওই কিশোরীর। সেই শব্দও প্রতিবেশীরা শুনেছিলেন। এর পরই রাগ করে দরজা বন্ধ করে দেয় ছাত্রী। পুলিশ জেনেছে, রগচটা হওয়ার কারণে ছাত্রীটির কাউন্সেলিংও করা হয়েছিল। তবুও বিভিন্ন কারণে প্রায় রেগে যেত সে। ওই কাউন্সেলিংয়ের নথিগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।