জঙ্গিপুর শহরে ১৬ তম বই মেলার শুভ উদ্বোধন

জঙ্গিপুর শহরে ১৬ তম বই মেলার শুভ উদ্বোধন

     

     

     

    আব্দুস সামাদ, জঙ্গিপুর:- Covid-19 এর মত যে মহামারী সারা বিশ্বজুড়ে যে আকার ধারণ করেছিল আজও প্রায় জায়গাতে মহামারীতে পরিণত হয়েছে। তারপরে কিছু জায়গায় মোটামুটি ভাবে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই মহামারী থেকে। এর মধ্য দিয়ে আজ জঙ্গিপুর শহরে জঙ্গিপুরের শিক্ষক সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত মনভাবে জঙ্গিপুর শহরে ১৬ তম বই মেলার শুভ উদ্বোধন হলো। আজকের এই ১৬ তম বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তি শক্তিনাথ ঝা মহাশয়। এছাড়াও আজকের এই বইমেলার শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিহারুল ইসলাম মহাশয়। এছাড়াও আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সংসদ জনাব খলিলুর রহমান মহাশয়।

     

    এই বইমেলার উদ্বোধন থেকে খলিলুর রহমান মহাশয় জানান যে covid-১৯ এর মধ্য দিয়ে আমরা জঙ্গিপুরের মাটিতে আবারও বইমেলা করতে পারছি এ নিয়ে আমি খুব আনন্দিত এছাড়াও তিনি বলেন অরঙ্গবাদ এর মত একটি গ্রামীণ এলাকায় এই ধরনের বইমেলা’ এ বছর হয়েছে। এই ধরনের বই মেলা সমাজের বুকে যত হবে ততো বেশি হবে সমাজের উন্নয়ন ততবেশি হবে। এছাড়াও আজকের বইমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক সোহরাব মহাশয় তিনি বলেন এই বইমেলা মানুষের মধ্যে মেল বন্ধন এবং এই বই মানুষ যত পড়বে তত বেশী জ্ঞান বৃদ্ধি করতে পারবে একটি বই একশ জন বন্ধুর সমান। এছাড়াও আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার প্রশাসক জনাব মাজহারুল ইসলাম মহাশয় তিনি বলেন জঙ্গিপুরের মাটিতে দেরিতে হলেও যে বইমেলা আজকে শুভ উদ্বোধন হলো তাতে করে আমরা খুব খুশি এবং আনন্দিত। যে এই মহামারীর মধ্য দিয়ে জঙ্গিপুরের মানুষকে বই মেলার উপহার দিতে পারলাম। মানুষজন এই বইমেলার মধ্যদিয়ে ৬দিন আনন্দময় দিন পাবে। এছড়াও তিনি জানান ২৩_ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত এই বই মেলা চলবে। এছাড়াও তিনি বলেন সাংস্কৃতিক মঞ্চ উৎসব দিয়ে আমাদের এই বইমেলার সমাপ্ত হবে। এছাড়াও আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহীন সিদ্দিকী মহাশয়া।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সাহিত্যিক,শিক্ষাবিদ, সাংবাদিক, মহাশয়। এছাড়াও জঙ্গিপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ। জঙ্গিপুরে এই বইমেলায় মোট ৯২ টি বুক স্টল রয়েছে।