ঘরের সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু

 

    নিজস্ব সংবাদদাতা:  শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। নিজের ঘরের সিলিং পরিষ্কার করতে গিয়ে সিলিং ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি শুক্রবার ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দোমহনি দুই নং গ্রাম পঞ্চায়েতের পাইটকাখোঁচা এলাকায়। জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম খিরেন রায় (৫৭)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ নিজের বাড়ির ঘরের সিলিং পরিষ্কার করতে ওঠেন খিরেন রায়। সেই সময় সিলিং ভেঙে পড়লে মশারি স্ট্যান্ডের লোহার রড দিয়ে গুরুতর জখম হন তিনি। ঘটনাস্থলে লোহার রড গলার এপার ওপার হয়ে যায় বলে জানান স্থানীয়রা। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর যায় ময়নাগুড়ি থানার পুলিশের কাছে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছেন মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে।

     

    মৃতের ভাই সুপদেব রায় বলেন,” ঘটনাটি যখন ঘটেছে আমি তখন বাড়ি ছিলাম না । আমি জমিতে কাজ করতে গিয়েছিলাম । বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি দৌড়ে এসে দেখতে পাই দাদার গলার নল কেটে গেছে এবং সিলিংটি ভাঙ্গা রয়েছে । কিভাবে ঘটনাটি ঘটেছে আমি ঠিক জানিনা।