কৃষকদের আটকাতে কাঁটাতার উঁচু ব্যারিকেড দিয়ে দেওয়া হল দিল্লিতে, আগামী শনিবার দেশের সব হাইওয়ে সড়ক অবরোধের ডাক কৃষকদের

নতুন গতি ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় ৩ কৃষি আইন বাতিলের দাবিতে চলছে প্রায় তিন মাস ধরে আন্দোলন করছে কৃষকেরা। এবার কৃষকদের আটকাতে কাঁটাতার উঁচু ব্যারিকেড দিয়ে দেওয়া হল দিল্লিতে। রাস্তায় হল পোতা হল উল্টো পেরেক। আগেই সিঙ্গুর সীমান্তে জল, বিদ্যুত্‍ ও ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

    দিল্লি মুখী রাস্তা গুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল, রাস্তায় কার্যত কৃষকদের আটকাতে যেন দুর্গ বানিয়ে কেল্লার মধ্যে রয়েছে দিল্লি। গাজীপুর সীমান্তে রাস্তায় পেরেক পুঁতে ও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী শনিবার ৩ ঘণ্টার জন্য দেশের সব হাইওয়ে ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকদের সংগঠন।