ভারতে আবার করোনা আক্রান্ত ঊর্ধ্বমুখী ৬৩ লাখ ছাড়িয়ে গেলো

নতুন গতি ওয়েব ডেস্ক: আবারও ঊর্ধ্বমুখী দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের দৈনিক সংক্রমণ ৮৬ হাজার পেরিয়ে গেল। তার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা কেড়েছে আরও ১১০০-রও বেশি মানুষের প্রাণ।

     

    মঙ্গলবার এক লাফে অনেকটাই নেমেছিল গ্রাফ। দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা নেমে গিয়েছিল ৭০ হাজারে। মৃত্যু হয়েছিল ৭৭৬ জনের। ওই দিনই প্রথম সেপ্টেম্বর মাসে একদিনে করোনায় মৃতের সংখ্যা হাজারের নীচে নামে। মোট সুস্থতার সংখ্যা ৫১ লাখ ছাড়িয়ে যায়। সোমবারও আগের তুলনায় কমেছিল দেশে দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছিলেন ৮২,১৭০ জন। মৃত্যু হয়েছিল ১,০৩৯ জন রোগীর। তবে বুধবার আবার কিছুটা ওঠে গ্রাফ। একদিনে ৮০ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়। মৃত্যু হয় ১১০০-রও বেশি মানুষের। বৃহস্পতিবার সেই ঊর্ধ্বগতিই বজায় আছে।

     

    বৃহস্পতিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬,৮২১ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৬৩,১২,৫৮৫ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৯,৪০,৭০৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫২,৭৩,২০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫, ৩৭৬ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৩.৫৩%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮,৬৭৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৮১ জনের। মৃতের হার ১.৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৪,২৩,০৫২ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

     

    ভারতে সংক্রমণ বাড়ছে, সেটা সত্যি হলেও সংক্রমণমুক্তির হারও বেশি। ভারতে সংক্রমণমুক্তির হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি! আর মৃত্যুর হারও মাত্র ১.৫৬ শতাংশ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের অভিযোগের মুখে তাঁর স্পষ্ট বক্তব্য, করোনায় মৃত্যু নিয়ে তথ্য লুকোচ্ছে ভারত।