হাথরাস যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

নতুন গতি ওয়েব ডেস্ক:হাথরাস যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, হাথরাস যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়ি আটকায় পুলিশ, পুলিশি বাধায় গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন তিনি।

     

    তখনই পুলিশ বাধা দেয় তাঁকে। শুরু হয় ধস্তাধস্তি, এমনকি লাঠি চার্জ করে বলেও অভিযোগ। এরপরই গ্রেফতার করা হয় রাহুল গান্ধীকে। সংবাদ মাধ্যমের সামনেই রাহুল কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে জানতে চান তাঁকে কী অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। যদিও পুলিশ কর্মীরা সেই প্রশ্নের কোন সদুত্তর দেয় নি।