|
---|
নিজস্ব সংবাদদাতা : মালদায় এক পরীক্ষার্থী পাঁচদিনের সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল। অপর আরেকজন কয়েক ঘণ্টার সদ্যোজাত শিশুকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়।
সিদ্দিকা খাতুন জানায় হাসপাতালে শুয়ে শুয়ে আছে, সেই কারণে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি রয়েছেন। মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে তাকে মাধ্যমিক দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। করা পুলিশি প্রহরায় মধ্যে সে পরীক্ষা দেয়।
অপরদিকে মালদা হরিশচন্দ্রপুর গ্রামীন হাসপাতালে পরীক্ষা দিয়েছে ১৮ বছর বয়সী শাহানারা খাতুন।