রাজধানী কিয়েভ অধরা রাশিয়ার,এর নেপথ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। রাশিয়া ভেবেছিল খুব সহজে ইউক্রেন দখল করে নেবে। কার্যত তা হয়নি, রাশিয়ান সেনাবাহিনীকে শক্ত প্রতিরোধ সম্মুখীন হতে হয়েছে। এখনো রাজধানী কিয়েভ অধরা রাশিয়ার,এর নেপথ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি।

    তিনি বর্তমানে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে স্পষ্ট তাকে বলতে শোনা যাচ্ছে তিনি কাউকে ভয় পান না। দেশকে বাঁচানোর জন্য সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করবেন। তিনি এখনো ইউক্রেনে রয়েছেন , অন্যত্র পালিয়ে যাননি। ইউক্রেন প্রেসিডেন্ট এর আহবানে ইউক্রেনে সাধারণ নাগরিকরা অস্ত্র হাতে তুলে নিয়েছে নিজের দেশকে রক্ষা করবার জন্য। শক্ত প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে রাশিয়ান সেনাবাহিনীকে। এরকম শক্ত প্রতিরোধের সম্মুখীন হতে হবে তা কল্পনাতেও ভাবতে পারেননি পুতিন।

    তবে ইউক্রেন প্রেসিডেন্ট এর প্রাণ সংশয় সম্ভাবন আছে, তিনবার রকেট হামলা চালিয়েছে রাশিয়া তার উপরে। এত কিছুর পরও অনড় তিনি , কিছুতেই হার স্বীকার করবেন না।