ইউক্রেনে যুদ্ধ আর শিলিগুড়িতে সাদা তেল কিনে চলেছেন সাধারন মানুষ

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে যুদ্ধ আর শিলিগুড়িতে সাদা তেল কিনে চলেছেন সাধারন মানুষ।ইউক্রেন থেকে আসে sunflower তাই আপাতত আসবে না সাদা তেল।তাই শিলিগুড়িতে সাদা তেল কেনার হিড়িক সাধারন মানুষের মধ্যে।শিলিগুড়িতে সাদা তেল কিনতে বিভিন্ন বাজারে এবং দোকানে ভীড় করছেন সাধারন মানুষ।শিলিগুড়িতে সাদা তেল এখন 150/160টাকায় বিক্রি হচ্ছে।যা বেড়ে দুশো টাকা হতে পারে এই হাওয়া ছড়িয়ে গেছে চারিদিকে,তাই পড়িমড়ি করে তেল কিনে বাড়িতে রেখে দিচ্ছেন সাধারন মানুষ।বিধান মার্কেট,সুভাষপল্লী বাজার এবং হায়দারপাড়া বাজার সব জায়গাতেই সাদা তেল প্রায় নেই বললেই চলে।বিক্রেতারা জানিয়েছেন এইভাবে যদি আরো দুতিন দিন সাদা তেল তুলে নেয় সাধারন মানুষ তবে সারা বাংলা থেকেই হাওয়া হয়ে যাবে সাদা তেল।শিলিগুড়ি,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সাদা তেলের বিক্রি বেড়ে গেছে আগের চাইতে 5গুন।তাই বিক্রেতারা জানিয়েছেন এইভাবে আর কতদিন এরপরে বেশী দাম দিয়েই কিনে আনতে হবে সাদা তেল।শুধু তাই নয় এরপরে সাদা তেলের দাম তিনশো টাকাও হতে পারে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা।