বীরভূমের রাজনগরে একটি পুকুরে অসংখ্য মৃত মাছ জলে ভাসমান। এলাকায় চাঞ্চল্য।

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম। ­আজ মঙ্গলবার বীরভূমের রাজনগর থানার ছোটবাজার গ্রাম সংলগ্ন যমূনা পুকুরে অসংখ্য মৃত মাছ জলে ভেসে থাকতে দেখা যায়৷ খবর ছড়িয়ে পড়তেই পুকুর পাড়ে মানুষ জনের ভিড় বাড়তে থাকে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিষক্রিয়ার কারণে এটা ঘটেছে৷ মাছ চাষীর এতে যে বেশ কিছুটা আর্থিক ক্ষতি হলো তা বলার অপেক্ষা রাখেনা৷

    স্থানীয় বাসিন্দারা জানান, এই পুকুরটিতে স্থানীয় মাছ চাষী মলি ও নদীয়া ধীবর মাছ চাষ করেন৷ আগে তাঁদের বাবা ননী ধীবর চাষ করতেন৷ অনেকের অংশ রয়েছে পুকুরটিতে মালিকানা হিসাবে৷ আজ সকালে হঠাৎ দেখা যায় অসংখ্য মাছ মারা গিয়ে ভেসে উঠেছে৷ কিছু সংখ্যক সাপ, ব্যাঙও মারা গিয়েছে৷ খুব সম্ভবত বিষক্রিয়ার কারণে এই ধরণের ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন কেউ কেউ৷ যদিও সঠিক কারণ অবশ্য জানা যায়নি৷ ঘটনার জেরে এদিন সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এদিন সকাল থেকে অনেকে জলে নেমে ভাসমান মাছ গুলিকে তুলে আনেন৷ কেউ কেউ আবার জাল দিয়েও মাছ ধরেন৷ তবে এই ধরণের মাছ খাওয়া কতখানি স্বাস্থ্যকর সেবিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ এই মাছ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দাদের একাংশ৷