মারাই গেল পঞ্জাবে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ২ বছরের শিশু

নতুন গতি নিউজ ডেস্ক: মারাই গেল পঞ্জাবে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ২ বছরের শিশুটি। ১১০ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

    মঙ্গলবার ভোর সওয়া ৫টা নাগাদ পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং এনডিআরএফ-এর যৌথ প্রচেষ্টায় কুয়ো থেকে উদ্ধার করা হয় ছোট্ট ছেলেটিকে। তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সাঙ্গরুর জেলার ডেপুটি পুলিশ কমিশনার ঘনশ্যাম থোরি জানিয়েছেন, বহু চেষ্টার পর কুয়ো থেকে উদ্ধার করা হয় ফতেবীরকে। আর তারপরেই তাকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    পাঁচদিন ধরে উদ্ধারকাজ চালিয়ে শিশুটিকে তুলে আনার সময়ই ফতেবীরের ঠাকুরদা রোহিত সিং দাবি করেন, নাতি আর বেঁচে নেই। তিনি বলেন, ‘কেন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হল যেখানে ও মারাই গিয়েছে।’ শিশুটির শরীরে গভীর ক্ষত রয়েছে বলেও দাবি করেন তিনি।

    চারদিন ধরে শিশুটিকে তুলে আনতে না-পারায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে সুনাম মানসা রোডে বিক্ষোভ দেখান স্থানীয়রা।