|
---|
নবাব মল্লিক, ডায়মন্ডহারবার: চিরতরে বন্ধ হয়ে গেল ডায়মন্ডহারবারের লালপোল। ১৯০৫ সালে তৈরী হয় এই ব্রিজটি। ব্রিজের একধারে ফকিরচাদ কলেজ অন্যদিকে স্কুল। এতদিন বিএলআরও অফিস থেকে আদালত যেতে এই ব্রিজ ব্যবহার হত। সেই ব্রিজের দুদিক থেকেই ১০ ফুটের দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ফলে ব্রিজের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে তিন কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে এখন।
ব্রিজটি দেখভালের দায়িত্বে ছিল রাজ্যের সেচ দপ্তর। ২০১৭ সালে ব্রিজের দায়িত্ব চলে যায় পূর্ত দপ্তরের কাছে। দু মাস আগে ২৫ লক্ষ টাকা ব্যায় করে ব্রিজটি সারিয়ে তোলাও হয়। কিন্তু ব্রিজের তলার মাটি সরে যাওয়ায় পিলারে ফাটলের সৃষ্টি হয়। একসপ্তাহ আগে ব্রিজে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পূর্ত দপ্তর। আর এক সপ্তাহের মাথায় ব্রিজ সম্পূর্ণ বন্ধ করল তারা। তবে এই ঐতিহাসিক ব্রিজকে ঘিরে নস্টালজিয়ায় ভাসছে হীরক পোতাশ্রয়। ব্রিজ বন্ধ হওয়ায় কিছুটা মনখারাপ আবাল বৃদ্ধ বণিতার।