ফেসবুক গ্রুপের উদ্যোগে সূবর্ণরেখা নদী বক্ষে স্বাধীনতা দিবস উদযাপন ও লোগো উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: “ফেসবুক গ্রুপ আমারকার ভাষা,আমারকার গর্ব”এর লগো উদ্বোধন হলো শনিবার স্বাধীনতা দিবসের সকালে।অভিনব কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন ও নিজেদের গ্রুপের লগো উদ্বোধন করলেন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজ মাধ্যম গ্রুপ “আমারকার ভাষা’আমরকার গর্ব” র সদস্যরা। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের মহাপালে প্রদীপ প্রজ্জ্বলন ও শঙ্খধ্বনি সহযোগে জাতীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস। পাশাপাশি সুবর্ণরেখা নদীকে বরণ করে নিয়ে গ্রুপের পরিচালক মন্ডলীর ভাবনায় এবং স্বর্ণ শতপথীর ডিজাইন করা গ্রুপের লোগো উদ্বোধন হলো সুবর্ণরেখা নদী বক্ষে। পাশাপাশি এদিন গ্রুপের ব্যানারও উদ্বোধন হয়।

     

    উপস্থিত ছিলেন গ্রপের এডমিন রেলওয়ে কর্মচারী বিশ্বজিৎ পাল, মডারেটর শিক্ষক আনন্দ বিষুই, বিশিষ্ট ব্যক্তিত্ব বৃন্দাবন পাল, কিশোর কুমার রক্ষিত, মুরলীধর বাগ,শিব পাণিগ্রাহী, গুণধর বধূক,,কৃষ্ণগোপাল পাল, দীপক মন্ডল,পার্থ পাল, রতিকান্ত মাইতি, সমীর রাউৎ,বাণেশ্বর হালদার, সমীর মন্ডল,গয়াপ্রসাদ বিশ্রাম, কৌশিক রক্ষিত প্রমুখ। মেদিনীপুর থেকে গ্রুপের অন্যতম মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া জানান,এরপর থেকে তাঁরা তাঁদের ফেসবুক গ্রুপের বিভিন্ন কর্মসূচিতে এই লগো এবং ব্যানার ব্যবহার করবেন।