অবিরাম বৃষ্টিপাত, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

নিজস্ব সংবাদদাতা  শিলিগুড়ি :  উত্তরবঙ্গের সমতল থেকে পাহাড় অবিরাম বৃষ্টি, সমতলসহ শিলিগুড়িতেও ব্যাপক বৃষ্টিপাত চলছে।বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। কোথাও কোমর পর্যন্ত জল, কোথাও আবার হাটু জল। কার্যত জলবন্দী হয়ে বিপাকে মানুষ। গত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। শিলিগুড়িতেও চলছে বৃষ্টিপাত। বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত।

    পাশাপাশি গতকাল রাত থেকে টানা বৃষ্টি হওয়ায় কারণে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। কোথাও আবার রাস্তা ছাপিয়ে বাড়ির ভেতর জল ঢুকে পড়েছে, আবার কোথাও ঘরের ভেতর। বাচ্চাদের নিয়ে কার্যত নাজেহাল দশা । রান্নাবান্না, খাওয়া দাওয়া সব বন্ধ। উল্লেখ্য কিছু জায়গায় এমন চিত্র দেখা গেছে, বিছানার ওপরে ঘরের আসবাব তুলে কোনোরকমে জিনিস বাঁচাতে ব্যস্ত সকলে। আবার কিছু জায়গায় নিজেরাই জল থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন বিছানার ওপরে। লাগাতার বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়ায় নদী পার্শ্ববর্তী এলাকা গুলিতে সতর্কতা জারি করা হয়েছে।