|
---|
লুতুব আলি, নতুন গতি, ১৫ জুলল : কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির হৃদয়ে আজও গেঁথে আছেন। তিনি হুগলি জেলার দেবানন্দ পুরে জন্মগ্রহণ করলেও হাওড়া জেলার দেউটি তে ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর জীবনের মূল্যবান সময় ১২ বছর কাটিয়েছিলেন। এখানে বসেই তিনি রামের সুমতি, পল্লী সমাজের মতো বিখ্যাত বইগুলি লিখেছিলেন। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর লাইনে কোলাঘাটের আগে এই দেউটি স্টেশনটি র অবস্থান। রেজিস্ট্রেশনটির নাম পরিবর্তন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার জন্য দাবি তুলেছে স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। এই সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই নিয়ে মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন এবং এ ব্যাপারে জনমত গঠন করছেন। চন্দ্রনাথ বসু বলেন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমগ্র পৃথিবীর মধ্যে কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম। এমন কোন সাহিত্য অনুরাগী মানুষ নেই যে শরৎচন্দ্রের বই পড়েননি। সমগ্র পৃথিবীতে তিনি আজও সমানভাবে সমাদৃত। বেশ কিছু বছর ধরে এই স্টেশনের নাম পরিবর্তন করে শরৎচন্দ্রের নামে করার জন্য আন্দোলন চালিয়ে আসছি। আগামী ১৫ সেপ্টেম্বর দেওটির সাম তারে শরৎচন্দ্রের বাসভবন থেকে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। ঐদিন উপস্থিত হওয়ার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই দিয়ে সাহিত্যিক ধ্রুবব্রত দত্ত, সুমিতাভ সান্যাল, শিব শঙ্কর বক্সী, সংগীতশিল্পী অনিন্দিতা পাল প্রমুখদের আমন্ত্রণ জানানো হয়েছে।