|
---|
সেখ সামসুদ্দিনঃ মেমারি ১ ব্লকের গোপগন্তার ২ অঞ্চলের কোলে গ্রামের উত্তরপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ ক্লাব সরকারি টাকা ও নিজেদের অর্থ মিলিয়ে দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়ালো। পরিবার প্রতি ৪ কেজি চাল, আড়াইশো ডাল, সোয়াবিনের প্যাকেট ও একটি করে সাবান দেয়া হয়। মুখ্যমন্ত্রীর দেয়া টাকায় এলাকার মানুষকে খাদ্য সহায়তা, রক্তদান শিবিরের মতো সামাজিক কাজে উদ্যোগী হয়েছে। এদিন উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক ও ব্লক যুব কার্যকরী সভাপতি সন্দীপ পরামানিক, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মৌসুমী মন্ডল, গোপগন্তার ২ অঞ্চল সভাপতি বিনোদ বিহারী মন্ডল, পঞ্চায়েত সদস্য সঞ্জিত রুইদাস, ক্লাব সভাপতি প্রদীপ কর্মকার, সম্পাদক প্রমোদ মন্ডল সহ সকল সদস্যবৃন্দ।