|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি:-
২৯ শে এপ্রিল বিশ্ব নৃত্য দিবস।প্রতিবারেই মেদিনীপুর শহরে বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান ও মেদিনীপুর ডান্সার্স ফোরামের উদ্যোগে ঘটা করেই পালিত হতো নৃত্য দিবস। কিন্তু এবার লকডাউন,তাই গৃহবন্দী অবস্থায় চলছে নৃত্য দিবস উদযাপন। বিশেষত ফেসবুকে নৃত্য শিল্পীরা নিজের বা নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আথবা নিজেদের সংগঠনের সদস্য-সদস্যাদের ‘ডান্স ভিডিও’ পোস্ট করে নৃত্য দিবস উদযাপন করছেন। আর এই নৃত্য দিবসকে নিজের তুলিতে সাহায্য ছবির মাধ্যমে ফুটিয়ে তুললেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী থানার সতীশ চন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের বাংলার শিক্ষক শুদ্ধসত্ত্ব মান্না।
মেদিনীপুর শহরের নতুন বাজারের বাসিন্দা শুদ্ধসত্ত্ববাবু মূলতঃ জল রঙে ছবি আঁকেন। অংকন শিক্ষার শুরু সেই ছোট বেলায়। এখন বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি মাঝে মাঝে অবসর সময়ে রঙ তুলি নিয়ে বসে পড়েন ছবি আঁকতে। লকডাউনের এই অবসরে আরও অনেকের মতোই সৃজনশীল থাকছেন শুদ্ধসত্ত্ববাবু।সেই প্রচেষ্টার সূত্র ধরেই নৃত্য দিবস ফুটে উঠল শুদ্ধসত্ত্ববাবুর তুলিতে। তাঁরা আঁকা ছবি তিনি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করেছেন এবং তা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।