গোটা উত্তরবঙ্গ জুড়ে বেড়েছে পেয়াজের দাম

শিলিগুড়ি: শিলিগুড়ি দাম বাড়ছে পেয়াজের,আমদানী কম থাকায় পেয়াজ প্রায় ডবল দামেই বিক্রি হচ্ছে।আগে ছিল কুড়ি টাকা,এখন সেই পেয়াজের দাম বেড়ে দাড়িয়েছে পঞ্চাশ টাকা।শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়েই বেড়েছে পেয়াজের দাম।

    আলিপুরদুয়ার এবং কোচবিহারে পেয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকা কেজী দরে।শিলিগুড়িতে পেয়াজ আসে মুলত অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু থেকে।এছারা নাসিক থেকেও আসে পেয়াজ।মনে করা হচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্বির ফলেই দাম বেড়েছে পেয়াজের।শিলিগুড়ির বিধান মার্কেটে ভালো পেয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকা করে।শিলিগুড়ির পেয়াজের ব্যাবসায়ীরা জানিয়েছেন একে পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বি তার উপরে বর্ষা সব মিলিয়ে প্রচণ্ডভাবে বেড়েছে পেয়াজের দাম।ব্যাবসায়ীরা জানিয়েছেন বর্ষার পরেই কমবে পেয়াজের দাম।তার আগে দাম কমার আশা দেখছেন না ব্যাবসায়ীরা। পেয়াজ কাটতে এবং পেয়াজ কিনতে এখন চোখের জল বের হচ্ছে শিলিগুড়ির মানুষের।