|
---|
বিশেষ প্রতিবেদন, বারাসাত : সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যের প্রতিটি ব্লকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, একশো দিনের বকেয়া টাকা প্রাপ্তি,আবাস যোজনা-র টাকা, প্রভৃতি দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল কংগ্রেস।উল্লেখ্য একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ মঞ্চ থেকে বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির কথা ঘোষণা করেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পরমুহূর্তেই সেই কর্মসূচি খানিকটা বদলের কথা বলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী অবস্থানের কথা বলেন তিনি। ৬ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলছে এই কর্মসূচি।কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পাঁচ তারিখের বদলে ৬ আগস্ট অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাজ্যের শাসকদলের।গত বুধবার বিধানসভা থেকে বেরিয়ে তৃণমূলের কর্মসূচির দিনক্ষণ বদলের কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
রাজ্যের ৩৪৮ টি ব্লকের পাশাপাশি এই অবস্থান কর্মসূচি চলছে উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকে।
উক্ত অবস্থান কর্মসূচিতে রাজ্য সরকারের মন্ত্রী রথীন ঘোষ বলেন দেশের ঐক্য সংহতি রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর আশু প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের উপর যতই অত্যাচার করা হবে তত বেশি সংঙ্গবদ্ধ হবে মা মাটি মানুষের দল। স্থানীয় বিধায়ক নূরুল ইসলামের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা রাখার পাশাপাশি বিজেপি কে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার করেন।ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন ২০২৪ বিজেপি ফিনিস হবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী প্রয়োজন।তাই সকল জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনগুলোতে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে নিরপেক্ষ দল ক্ষমতায় আসবে।সদ্য পুনঃনির্বাচিত জেলা পরিষদের সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এই অবস্থান কর্মসূচি। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন INDIA জিতবে,NDA হারবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল কারিগর বিজেপিকে উৎখাত করতে বদ্ধপরিকর ভারতের জনগণ।যে নিষ্ঠুর আইন কানুনের মধ্যে দিয়ে জনগনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার দিতে এই কর্মসূচি।সারা দেশে দাঙ্গার আঁচ ঝড়িয়ে ভীত সন্ত্রস্ত করে দমিয়ে রাখতে পারবে না। মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেশের শান্তি, সম্প্রীতি,কৃষ্ঠি,কালচার বজায় রাখতে দেশের নিরপেক্ষ জোট দরকার।
বারাসাত -২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা নেত্রী মনোয়ারা বিবি,মধ্যমগ্ৰাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ,তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মানস কুমার ঘোষ, ইফতেখার উদ্দিন,তপন মুখার্জি, আব্দুল হাই, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান আলি, এসরাইল,প্রদীপ মন্ডল, সাহাবুদ্দিন, রবিউল হোসেন,আসের আলি মল্লিক, মেহেদী হাসান,নজিবুর রহমান, মমতা সরকার, সাবিনা খাতুন, স্মৃতিকণা প্রমুখ।