ভ্যাকসিন নিলে মিলছে গাছ, অভিনব উদ্যোগ নিলেন ভাঙ্গড়ের কাশিপুর কিশোর ভারতী বিদ্যালয়।

সাকিব হাসান,ভাঙড়: দেশজুড়ে করোনাভাইরাসের আতঙ্কে ঘরবন্দি মানুষ। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলেও অনেকই ভ্যাকসিন নিতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।

    এদিন ভাঙ্গড়ের কাশিপুর কিশোর ভারতী বিদ্যালয় ও ভাঙ্গড় ব্লক প্রশাসনের উদ্যোগে ৪৫-এর ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের টিকাকরণ চলছিল।ভ্যাকসিন নিলে মিলছে গাছ। দেবদারু ইউক্যালিপটাস মেহগনি লম্বু এমন দামি গাছ উপহার দেওয়া হচ্ছে ভ্যাকসিন গ্রহীতাদের। রবিবার ছুটির দিনে এমনই দৃশ্য দেখা গেল ভাঙ্গড়ের কাশিপুর কিশোর ভারতী বিদ্যালয়। সেখানে স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের উদ্যোগে ৪৫-এর ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের টিকাকরণ চলছিল। এদিন যারা টিকা পেলেন স্কুল কর্তৃপক্ষ তাদের হাতে একটি করে গাছ তুলে দিলেন। সামাজিক বনসৃজন এর জন্য এমন উদ্যোগ বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ গঙ্গোপাধ্যায়।

    এদিন টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন ভাঙ্গড় ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিক চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক তথা ভাঙ্গড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম, ভাঙ্গড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মন্ডল এবং কাশিপুর থানার ওসি সমরেস ঘোষ।

    বিডিও বলেন, কিশোর ভারতী স্কুলের প্রধান শিক্ষক প্রশাসনের কাছে আবেদন করেছিল একটি ক্যাম্প করার জন্য আজকে দুইশো ৪৫ ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি এখান থেকে ভ্যাকসিন পাবেন। সঙ্গে কিশোর ভারতী কর্তৃপক্ষের কাছ থেকে যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের জন্য একটি করে গাছ উপহার দেয়া হচ্ছে। এটি খুবই ভালো উদ্যোগ।

    আম্ফান পরবর্তী সময়ে গাছ লাগানো ভীষণ প্রয়োজন। স্কুল কর্তৃপক্ষ বর্ষার প্রাক্কালে যে বিশেষ উদ্যোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই ওদের। এই গাছগুলো যখন বড় হবে তখন টিকাকরণের স্মৃতি মনে থেকে যাবে সবার।

    আরাবুল ইসলাম বলেন, ভাঙ্গড়ের প্রতিটি অঞ্চলে আমরা ক্যাম্প করে মানুষকে টিকাকরণ করছি তাতে প্রতিটা মানুষ উপকৃত হচ্ছে। এর ফলে করোনাভাইরাস থেকে ভাঙ্গড়ের মানুষ মুক্তি হবার সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে।